বুধবার ০১ মে ২০২৪
Online Edition

ধুনটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৬ জনের জেল

ধুনট সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখীর চর এলাকায় যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ব্যবসার সাথে জড়িত ১৬ জনকে ১ মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত এ দন্ডাদেশ আদেশ দেন।

 জানা যায়, উপজেলার বৈশাখীর চর এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিলো। ব্যবসায়ীগণ দিনে এবং রাতের অন্ধকারে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর তীরবর্তী মানুষের বসতবাড়ি, কৃৃষি জমিসহ ভয়ালগ্রাসী বন্যা নিয়ন্ত্রণ বাঁধটিও হুমকির সম্মুখীন হচ্ছে বলে এলাকার জনসাধারণ অভিযোগ করেন। এমন অভিযোগে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মহন্ত ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনকারী ১৬ জনকে ১ মাসের বিনাশ্রম জেল প্রদান করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ